বিগত ০৩ (তিন) বছরের আমাদের অর্জনসমূহঃ
ক) নিবন্ধনঃ ২০২০-২০২১ হতে ২০২২-২০২৩ পর্যন্ত সমিতি নিবন্ধন হয়েছে ৪৬ টি।
খ) নিবন্ধন বাতিলঃ ২০২০-২০২১ হতে ২০২২-২০২৩ পর্যন্ত সমিতির নিবন্ধন বাতিল হয়েছে ৬৯ টি।
গ) অডিট ফি বিভাগীয়ঃ ২০২০-২০২১ হতে ২০২২-২০২৩ পযন্ত ধার্য হয়েছে =৫,৩৪,৫২০/- টাকা এবং আদায় হয়েছে=৫,২৩,৫২০ /- টাকা।
ঘ) সিডিএফ বিভাগীয়ঃ ২০২০-২০২১ হতে ২০২২-২০২৩ পযন্ত ধার্য হয়েছে=৫,২১,১৬৬/- টাকা এবং আদায় হয়েছে=৫,১৬,১৫৫ /- টাকা।
ঙ) অডিট প্রাথমিক সাধারণ সমিতিঃ ২০২০-২০২১ হতে ২০২২-২০২৩ পযন্ত ধার্য হয়েছে ৮২০ টি।
চ) অডিট কেন্দ্রীয় সমিতিঃ ২০২০-২০২১ হতে ২০২২-২০২৩ পযন্ত ধার্য হয়েছে ১৫ টি।
চলমান উন্নয়ন প্রকল্পের তথ্যাদিঃ
দুগ্ধ সমবায় সমিতি বিস্তৃতকরণের মাধ্যমে বৃহত্তর ফরিদপুর, বরিশাল ও খুলনা জেলার দরিদ্র্য হ্রাসকরণ ও আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প:
এ প্রকল্পের আওতায় ফরিদপুর সদরের ০১টি সমিতি নিবন্ধিত আছে। সমিতিতে মোট ১,৩৭.৫০ (লক্ষ টাকা) মূল প্রকল্পে ঋণ প্রদান করা হয়েছে। উক্ত তহবিল ঘূর্ণায়মান তহবিল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে ঘূর্ণায়মান তহবিল যথাক্রমে ২,৩২.৫০ (লক্ষ টাকা)। এ প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার দরিদ্র ও সুবিধা বঞ্চিত মহিলারা স্বাবলম্বী ও আর্থিকভাবে লাভবান হবে এবং এলাকার দরিদ্র জনসাধারণ আর্থিকভাবে উপকৃত হবে।
উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পঃ
এ প্রকল্পের আওতায় ফরিদপুর সদরের ০২টি সমিতি নিবন্ধিত আছে। প্রকল্পের কার্যক্রমে সুবিধাভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে ২,৪০.০ (লক্ষ টাকা) ও উক্ত প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা ২০০ জন। এ প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার দরিদ্র ও সুবিধা বঞ্চিত মহিলারা স্বাবলম্বী ও আর্থিকভাবে লাভবান হবে এবং এলাকার দরিদ্র জনসাধারণ আর্থিকভাবে উপকৃত হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস