Wellcome to National Portal

উপজেলা সমবায় অফিসারের কার্যালয় ফরিদপুর সদর, ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা সমবায় কার্যালয়, ফরিদপুর সদর, ফরিদপুর এর সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার)

উপজেলা  সমবায় কার্যালয়, ফরিদপুর সদর, ফরিদপুর  মাধ্যমে প্রদত্ত সেবা সমূহের বিবরণ

সিটিজেন চাটার ।


ক্র: নং

সেবার নাম

সেবা প্রাদানের সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজ পত্র

প্রয়োজনীয় কাগজ পত্র/আবেদন ফরম প্রাপ্তির স্থান

সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

শাখার নামসহ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার পদবী রুম নম্বর জেলা/উপজেলার কোড,অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

উর্দ্ধতন কর্মকর্তার পদবী রুম নম্বর জেলা/উপজেলার কোড,অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

১।

সমবায় সমিতির নিবন্ধন

কোন ত্রুটি থাকলে উহা সংশোধন করে সর্বোচ্চ ৬০দিনের মধ্যে এবং ত্রুটি না থাকলে ৩ দিনের মধ্যে নিবন্ধন দেয়া যায়।

(ক) আবেদন পত্র

(খ) ছবি (গ) উপ-আইন (ঘ) জাতীয় পরিচয়পত্র (ঙ) নিবন্ধন ফি ও ভ্যাট জমার চালান

 (চ) অঙ্গীকার নামা

 (ছ) প্রত্যায়ন পত্র ও

 (জ) সাংগঠনিক সভার ফটো কপি

 (ঝ) অফিস ভাড়ার চুক্তিপত্র।

(ঞ) নমীনির পরিচয়পত্র

উপজেলা/

জেলা সমবায় কার্যালয়।

নিবন্ধন ফি ৩০০/-ভ্যাট নিবন্ধন ফির ১৫%টাকা।

প্রকল্প ভুক্ত সমিতির ক্ষেত্রে নিবন্ধন ফি ৫০/- ও ভ্যাট  ১৫% র্ট্রেজারী চালানের মাধ্যম জমা দিতে হয়।কোড  নং- নিবন্ধন ফি ১৩৮৩১০০০০১৮৩৬

ভ্যাট : ১১৩৩০০৫০৩১১

মোঃ ছালাউদ্দিন


উপজেলা সমবায় অফিসার

ফরিদপুর সদর,ফরিদপুর।

টেলিফোন নম্বর-

02-478803690

ই-মেইল-

ucofaridpursadar@gmail.com

মোঃ জহিরুল ইসলাম


জেলা সমবায় অফিসার

ফরিদপুর।

টেলিফোন নম্বর-

02-478847257

ই-মেইল-

dcofaridpur@gmail.com

২।

উপ-আইন সংশোধন।

৭ দিন

(ক) আবেদন পত্র

(খ) সমিতির বার্ষিক সাধারন সভার কপি

 (গ) উপ- আইন সংশোধনী ফরম।

উপজেলা/জেলা সমবায় কার্যালয়।

-



৩।

সমবায় সমিতি অডিট

জুলাই হতে মার্চ মাস এর মধ্যে সকল সমিতি অডিট শেষ করতে হবে। তবে ১ টি সমিতি অডিটের সময় তার কার্যক্রমের উপর নির্ভর করে। অডিট সম্পাদনের সময় ২ থেকে ১০ দিন।

সমিতির সকল খাতা পত্র ও রেকর্ড পত্র।

-

নীট লাভের ১০% হারে কেন্দ্রীয় সমিতির জন্য সর্বোচ্চ ৩০,০০০/- এবং প্রাথমিক সর্বোচ্চ ১০,০০০/-টাকা ও ১৫% ভ্যাট জমার কোড নং অডিট ফি ১৩৩৮৩১০০০০২০২৯

ভ্যাট-১১১৩৩০০০৫০৩১১



৪।

সমিতির নির্বাচন কমিটি নিয়োগ ও অন্তবর্তী কমিটি গঠন।

প্রস্তাব প্রাপ্তির সাথে সাথে

শেয়ার মূলধন ৫০,০০০/- টাকার বেশী হলে জেলা সমবায় দপ্তরে প্রাস্তাব প্রেরণ

-

-




৫।

সমবায় সমিতির পরিদর্শন

সমিতির কার্যক্রমের উপর সময় নির্ভর করে।তবে সাধারনত ২ দিন সময় লাগে।           

সমিতির সকল খাতা পত্র রেকর্ড পত্র।

-

-



৬।

সমবায় সমিতি তদন্ত।

অভিযোগ ও সমিতির কার্যক্রমের উপর ভিত্তিকরে আদেশে প্রদত্ত  সময়ের মধ্যে।

অভিযোগের সাথে সম্পর্কিত সমস্ত কাগজ ও রেকর্ড পত্র।

-

-



৭।

সমবায়ীদের প্রশিক্ষণ।

0৬ ঘন্টা 

-

-

-



৮।

সমবায় সমিতি অবসায়ন।

৩ মাস বা আদেশে প্রদত্ত  সময়ের মধ্যে।

সমিতির যাবতীয় খাতা পত্র ও রেকর্ড পত্র।

-

নিয়োগকারী কতৃপক্ষ কতৃক নির্ধারনকৃত।



৯।

সমবায় সমিতি বার্ষিক সাধারন সভার আইন গত সহায়তা।

১ বছর পর পর সমবায় সমিতি বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

-

-

-



১০।

সমবায় সমিতি বিরোধ নিস্পত্তি।

সর্বোচ্চ ৬০ দিন

বিরোধ সংক্রান্ত যাবতীয় রেকর্ড পত্রসহ আবেদন দাখিল জেলা সমবায় অফিসার বরাবর।

-

১০০/-টাকার কোট ফি।



    

স্বাক্ষরিত/-

(মোঃ ছালাউদ্দিন)

উপজেলা সমবায় অফিসার

ফরিদপুর সদর,ফরিদপুর।

ফোনঃ 02-478803690

ই-মেইল-

ucofaridpursadar@gmail.com